বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘জেএস (ভোকেশনাল) ও জেডি (ভোকেশনাল) বৃত্তি পরীক্ষা নীতিমালা–২০২৫’ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। নীতিমালায় সাধারণ ও ট্যালেন্টপুল দুই ধরনের বৃত্তির বিধান রাখা হয়েছে।
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড.আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষায় এগিয়ে যাওয়ার অন্যতম শক্তিশালী মাধ্যম হলো কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ। যা শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা বাড়ায়, সৃজনশীলতাকে বিকশিত করে। কারিগরি শিক্ষাকে সামাজিকভাবে নিম্নতর শিক্ষা মনে করার কোনো সুযোগ নেই।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা এবং উচ্চমাধ্যমিক পর্যায়ের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ২০২৫-২৬ শিক্ষা বর্ষে ভর্তির আবেদন শুরু হচ্ছে বুধবার। ভর্তি প্রক্রিয়া শেষে ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে ক্লাস।